Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

লৌহজং উপজেলার পটভূমি

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলা আয়তনের দিক দিয়ে ক্ষুদ্রতম। ১৯১৫ সনে শ্রীনগর থানা থেকে ১২ টি ইউনিয়ন যোগে লৌহজং থানা গঠিত হয়। তবে জনশ্রুতি আছে যে, ব্রিটিশ শাসনের প্রথম দিকে এ এলাকায় বড় ধরনের যুদ্ধ হয়েছিল।যে দুটি দল সে যুদ্ধে অংশ নিয়েছিল তাদের সবাই লৌহ নির্মিত অস্র ব্যবহার করেছিল। উর্দু শব্দ জং মানে যুদ্ধ, আর বাংলা শব্দ লৌহ সমন্বয়ে যুদ্ধের নাম হয়েছিল লৌহজং। সে অনুসারে পরবর্তীতে এলাকাটির নাম লৌহজং হিসেবে পরিচিতি লাভ করে।১২/১২/১৯৮২ সনে লৌহজং থানাটি উপজেলা হিসেবে উন্নিত হয়।