Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
মাওয়া ফেরীঘাট
বিস্তারিত

বাংলাদেশের অন্যতম বৃহত্তম ফেরিঘাট মাওয়া। এখানে একই সাথে তিনটি ফেরী চলাচল করে থাকে। রো রো ফেরি,ডাম্ব ফেরী এবং কে টাইপ এই তিন ধরনের ফেরী আছে। সর্বমোট ১৮ টি ফেরী এ রুটে চলাচল করে থাকে। বাংলাদেশের দক্ষিণ অংশের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম এ ফেরী ঘাট। মাওয়া কাওরাকান্দি ও মাওয়া শরিয়তপুর রুটে ২৪ ঘণ্টা ব্যাপি ফেরী চলাচল করে থাকে। বাংলাদেশের দক্ষিণ অংশের ২১ টি জেলার জনগণ এ ফেরিঘাট দিয়ে পার হয়ে থাকে।

এছাড়া স্পীডবোটের মাধ্যমে মাত্র ২০-২৫ মিনিটে পদ্মা নদী পার হওয়ার ব্যবস্থা রয়েছে। ভাড়া মাত্র ১৩০ টাকা জনপ্রতি। অন্যদিকে বি আই ডাবলু টি এ কর্তৃক ছোট ছোট লঞ্চ পরিচালনা করা হয়ে থাকে। ১০ মিনিট পর পর কাওরাকান্দি ও শরিয়তপুর এর উদ্দেশে এসব লঞ্চ ছেড়ে যায়। মাওয়া কাওরাকান্দি রুটে ভাড়া মাত্র ৬০ টাকা।

অন্যদিকে মাওয়া ফেরীঘাট পর্যটন সমৃদ্ধ একটি এলাকা। এখানে এলে উপভোগ করা যাবে পদ্মার অপার সৌন্দ্রয সৌন্দর্য ।