Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গণ বিজ্ঞ‌প্তি (বাংলা‌দেশ মু‌ক্তি‌যোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩), লৌহজং
বিস্তারিত

গণ-বিজ্ঞপ্তি


বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র - ২০১০ - এর ধারা ১৫ এবং ১৮ অনুযায়ী আমি মোঃ আব্দুল আউয়াল, উপজেলা নির্বাহী অফিসার, লৌহজং, মুন্সীগঞ্জ ও রিটার্নিং অফিসার এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানাইতেছি যে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা/মহানগর ও উপজেলা কমান্ডসমূহের নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচন কমিশন ১৪/০৩/২০২৩ খ্রি. তারিখ গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা/মহানগর ও উপজেলা কমান্ডসমূহের নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে নিম্নবর্ণিত সময়সূচি ঘোষণা করিয়াছে।

             

ক) ভোটার তালিকা প্রকাশ :

ক্রমিক নং

বিবরণ


সময়কাল

১.

খসড়া ভোটার তালিকা

:

১৯/০৩/২০২৩ (রবিবার)

২.

খসড়া ভোটার তালিকার উপর দাবি, আপত্তি ও সংশোধনী গ্রহণের শেষ তারিখ

:

২২/০৩/২০২৩ (বুধবার)

৩.

দাবি, আপত্তি ও সংশোধনী নিস্পত্তির তারিখ

:

২৮/০৩/২০২৩ (মঙ্গলবার)

৪.

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

:

০২/০৪/২০২৩ (রবিবার)


খ) নির্বাচনী তফসিল :

১.

মনোনয়নপত্র দাখিলের তারিখ

:

০৫/০৪/২০২৩ (বুধবার)

২.

মনোনয়নপত্র বাছাই

:

০৯/০৪/২০২৩ ( রবিবার)

৩.

প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের তারিখ

:

১১/০৪/২০২৩ (মঙ্গলবার)

৪.

আপিল নিস্পত্তির তারিখ

:

১৩/০৪/২০২৩ (বৃহস্পতিবার)

৫.

মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ তারিখ

:

১৬/০৪/২০২৩ ( রবিবার)

৬.

চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ

:

১৭/০৪/২০২৩ (সোমবার)

৭.

প্রতীক/ব্যালট নম্বর প্রদানের তারিখ

:

১৮/০৪/২০২৩ (মঙ্গলবার)

৮.

ভোট গ্রহণের তারিখ

:

১৩/০৫/২০২৩ (শনিবার)


ভোট গ্রহন সময়সীমা : বিরতিহীনভাবে সকাল ০৯:০০ টা হতে বিকাল ০৪:০০ টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যামে।


০২। নির্বাচনি এলাকার সকল বাসিন্দাদের জ্ঞাতার্থে আমি আরও জানাইতেছি যে, আগামী ১৩/০৫/২০২৩ খ্রি. তারিখ সকাল ০৯:০০ ঘটিকা হইতে বিরতিহীনভাবে বিকাল ০৪:০০ ঘটিকা পযর্ন্ত উল্লিখিত নির্বাচনী এলাকা হইতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা/মহানগর ও উপজেলা কমান্ডসমূহের নির্বাচনে অংশগ্রহন করিবার জন্য ইচ্ছুক প্রার্থীদের নিকট হইতে আমার অর্থাৎ উপজেলা নিবার্হী অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়, লৌহজং এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় অর্থাৎ উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, লৌহজং, মুন্সীগঞ্জ এ মনোনয়নপত্র গৃহীত হইবে।


৩। উল্লিখিত নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হইবে।


তারিখ:

দিন

মাস

বৎসর




প্রকাশের তারিখ
19/03/2023
আর্কাইভ তারিখ
19/03/2030