Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

লৌহজং উপজেলার পটভূমি

লৌহজং উপজেলার পটভূমি:

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলা আয়তনের দিক দিয়ে ক্ষুদ্রতম। ১৯১৫ সনে শ্রীনগর থানা থেকে ১২ টি ইউনিয়ন যোগে লৌহজং থানা গঠিত হয়। তবে জনশ্রুতি আছে যে, ব্রিটিশ শাসনের প্রথম দিকে এ এলাকায় বড় ধরনের যুদ্ধ হয়েছিল।যে দুটি দল সে যুদ্ধে অংশ নিয়েছিল তাদের সবাই লৌহ নির্মিত অস্র ব্যবহার করেছিল। উর্দু শব্দ জং মানে যুদ্ধ, আর বাংলা শব্দ লৌহ সমন্বয়ে যুদ্ধের নাম হয়েছিল লৌহজং। সে অনুসারে পরবর্তীতে এলাকাটির নাম লৌহজং হিসেবে পরিচিতি লাভ করে।

১২/১২/১৯৮২ সনে লৌহজং থানাটি উপজেলা হিসেবে উন্নিত হয়।

 

The Background of Louhajong Upazila:

Louhajong is the smallest upazila in the district of Munshigonj. The Upazila was formed with 12 unions from Sreenagar in 1915. But there is hearing that a great battle look place in the area at early British regime. Both the opponents that took part in the battle used iron (Bangla-Louha) made weapons. The word ‘Jong’ derived from means ‘Battle’ and Bengali word ‘Louha’ (Iron) equated the name of the was ‘Louhajong’. As such lates on the area got identity as Louhajong.

The Thana was declared upazila in 12/12/1982.