প্রতিষ্ঠানেরকালের পূর্বসময় মৌছা গ্রামের নিবাসী মরহুম খালেক মোল্লা সাহেবের নিজ বাড়ীতে প্রথম ১৯৫৭ সনে বিদ্যালয়টি মৌছা পল্লী মঙ্গল প্রাথমিক বিদ্যালয় নামে চালু হয়। তারপর ১৯৬৩ সনে মরহুম আঃ হাকিম খান সাহেবের নিজ বাড়িতে র্দীঘদিন বিদ্যালয়টি চালু ছিল
তারপর জনাব আঃ হাকিম খান ও তার ভাতিজা জনাব মোঃ আজিজুল ইসলাম খান বিদ্যালয়টির জন্য জমি দান করেন। এই জমি দানের মাধ্যমে উচ্চ মৌছা পল্লী মঙ্গল প্রাথমিক বিদ্যালয়টি মৌছা সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে প্রকাশ লাভ করে। অতঃপর জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১ জুলাই ১৯৭৩ ইং সনে জাতীয় করনের ঘোষনা দেন। সেই অবধি উক্ত বিদ্যালয়টি ৮নং মৌছা সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিতি লাভ করে।
শিক্ষকদের প্রফাইল।
প্রতিষ্ঠানেরকালের পূর্বসময় মৌছা গ্রামের নিবাসী মরহুম খালেক মোল্লা সাহেবের নিজ বাড়ীতে প্রথম ১৯৫৭ সনে বিদ্যালয়টি মৌছা পল্লী মঙ্গল প্রাথমিক বিদ্যালয় নামে চালু হয়। তারপর ১৯৬৩ সনে মরহুম আঃ হাকিম খান সাহেবের নিজ বাড়িতে র্দীঘদিন বিদ্যালয়টি চালু ছিল
তারপর জনাব আঃ হাকিম খান ও তার ভাতিজা জনাব মোঃ আজিজুল ইসলাম খান বিদ্যালয়টির জন্য জমি দান করেন। এই জমি দানের মাধ্যমে উচ্চ মৌছা পল্লী মঙ্গল প্রাথমিক বিদ্যালয়টি মৌছা সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে প্রকাশ লাভ করে। অতঃপর জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১ জুলাই ১৯৭৩ ইং সনে জাতীয় করনের ঘোষনা দেন। সেই অবধি উক্ত বিদ্যালয়টি ৮নং মৌছা সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিতি লাভ করে।
শিক্ষকদের প্রফাইল।
কমিটির তথ্য
ত্রুমিক নং | নাম | পদবী |
১ | জনাব আলহাজ্জ আঃ রাজ্জাক খান | সভাপতি(দাতা) |
|
|
|
২ | আলহাজ্জ আঃ ওয়াদুদ খান | সহ-সভাপতি |
৩ | মিসেস ফরিদা বেগম | সদস্য |
৪ | মোঃ মাসুম খান | সদস্য |
৫ | হারুনুর রশিদ মৃধা | সদস্য |
৬ | মোহিদুল ইসলাম | সদস্য |
৭ | মিসেস সেলিনা খানম | সদস্য |
৮ | রিপনা বেগম | সদস্য |
৯ | নুরননাহার | সদস্য |
১০ | জিল্লুর রহমান | সদস্য |
১১ | আছমা খাতুন | সদস্য |
বিগত ৫ বছরে সমাপনী পরীক্ষার ফলাফলঃ
সন | অংশ গ্রহনকারী পরীক্ষাথী | পাশের হার |
২০০৮ | ১৮ | ৬৫% |
২০০৯ | ১৭ | ৭১% |
২০১০ | ১৯ | ১০০% |
২০১১ | ১৭ | ১০০% |
২০১২ | ১৭ | ১০০% |
অর্জনঃ শতভাগ পাশ করার জন্য বিদ্যালয়টি উপজেলা কতৃপক্ষ কতৃক প্রসংশা পত্র পেয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনাঃবিদ্যালয়টি ভবিষ্যৎ সরকারী নিম্ন মাধ্যমিক উন্নিত করা হোক।
শিক্ষাবৃত্তির তথ্যঃ
উল্লেখিত বছর গুলোতে কোন বৃত্তি পায় নাই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস