বিদ্যালয়ের সংক্ষিপ্ত বর্ণনা : পয়শা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মুন্সিগঞ্জ জেলার লৌহজং বৌলতলী ইউনিয়নের পয়শা গ্রামে অবস্থিত। এটি অত্র উপজেলা তথা জেলার একটি পুরাতন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ১৯০৮ ইং সালে প্রতিষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ইতিহাসঃ তৎকালীন সময়ে মুন্সি গোলাম রহমান নামক একজন ওস্তাদ নোয়াখালী অঞ্চল থেকে এসে পয়শা রাজের বাড়িতে থাকতেন এবং ছোট ছেলে মেয়েদের পড়াশুনা করাতেন । তখন জনাব আলীমদ্দিন রাজ ও জনাব আবুল হোসেন তালুকদার গং বিদ্যালয়ের জন্য জায়গা দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এরপর থেকে কুড়িগাঁও, মাইজগাঁও, পয়শা পশ্চিম পাড়া, ধারার হাট ইত্যাদি আরো অনেক গ্রামে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অত্র বিদ্যালয়েই প্রাথমিক শিক্ষা গ্রহন করত। বর্তমানে এটি একটি সুপরিচিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
|
মেহেরুন আখতার | ০১৯২১৬৬৫৮৪০ | makhterpaisha38@gmail.com |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
![]() |
শান্তা ইসলাম | 01836562611 | islammaisha357@gmail.com |
![]() |
মনিকা আখতার | 01913350396 | monika1k986@gmail.com |
![]() |
মাহবুবা আখতার | 01689075253 | akhtermahbuba7@gmail.com |
![]() |
তাছলিমা | 01717792021 | taslimasatu420@gmail.com |
ছাত্র- ৪৬
শ্রেণি
|
বালক
|
বালিকা
|
মোট
|
প্রাক-প্রাথমিক
|
০৬ জন
|
০৫ জন
|
১১ জন
|
১ম শ্রেণি
|
০৮ জন
|
০৭ জন
|
১৫ জন |
২য় শ্রেণি
|
০৫ জন
|
০৪ জন | ০৯ জন |
৩য় শ্রেণি
|
১৪ জন
|
০৩ জন | ১৭ জন |
৪র্থ শ্রেণি
|
০১জন
|
০৭ জন | ০৮ জন |
৫ম শ্রেণি
|
০৪ জন
|
১১ জন | ১৫ জন |
মোট
|
৩৮
|
৩৭
|
৭৫
|
নাম |
পদবী |
ক্যাটাগরি |
জনাব মোঃ মঞ্জরুল হক |
সভাপতি |
মাঃ বিঃ প্রতিনিধি
|
জনাব আজগর হোসেন চঞ্চল রাজ |
সহ-সভাপতি |
জমিদাতা |
জনাব মেহেরুন আখতার
|
সদস্য সচিব |
প্রধান শিক্ষক
|
জনাব পলাশ রাজ |
সদস্য |
ইউ,পি সদস্য |
জনাব সুজন শেখ |
সদস্য |
বিদোৎসাহী |
জনাব শিউলী আক্তার |
সদস্য |
বিদোৎসাহী |
জনাব জাহাঙ্গীর শেখ |
সদস্য |
অভিঃ সদস্য |
জনাব আবু তাহের মোড়ল |
সদস্য |
অভিঃ সদস্য |
জনাব বিথী আক্তার |
সদস্য |
অভিঃ সদস্য |
জনাব শারমিন সুলতানা
|
সদস্য |
অভিঃ সদস্য |
জনাব তাছলিমা
|
সদস্য |
প্রাঃ বিঃ শিঃপ্রতিনিধি
|
সন |
অংশগ্রহন কারী ছাত্র-ছাত্রীর সংখ্যা |
পাশের সংখ্যা |
পাশের হার |
২০১৭ |
২০ জন |
১৩ জন |
১০০% |
২০১৮ |
১৮ জন |
০৮জন |
১০০% |
২০১৯ |
১২ জন |
০৯জন |
১০০% |
২০২০ |
করোনাকালীন সাধারণ পাশ |
১০০% |
|
২০২১ |
১০০% |
শ্রেণি
|
প্রাক-প্রাথমিক শ্রেণি
|
১ম শ্রেণি
|
২য় শ্রেণি
|
৩য় শ্রেণি
|
৪র্থ শ্রেণি
|
৫ম শ্রেণি
|
শিক্ষার্থী সংখ্যা
|
০৪
|
১৮
|
১৩
|
১৪
|
২০
|
৮৩
|
প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে বর্তমান সরকার সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথশিক শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে এবং শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নলকূপ স্থাপন। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শতভাগ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যের বই বিতরণ করা হয়েছে। তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকল্পে ল্যাপটপ ও প্রজেক্টর সরবরাহ করা হয়েছে। এছাড়া ঝরে পড়া রোধসহ প্রাথমিক শিক্ষা শিক্ষাচক্র সফলভাবে সমাপনের লক্ষ্যে শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় প্রাপ্যতায়োগ্য সকল শিক্ষার্থীর জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হচ্ছে।
সম্ভাব্য প্রধান র্অজনসমূহ:
Civil Registration & Vital Statistics (CRVS) এর সাথে সম্পৃক্ততা বজায় রেখে সকল শিক্ষার্থীর ছবিসহ আইডি কার্ড ও ডাটাবেইজে প্রণয়নে সার্বিক সহযোগিতা করা। ডিজিটাল শিক্ষক ও শিক্ষার্থী হাজিরা ব্যবস্থা প্রণয়নরে জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঝরে পড়া ও স্কুল বহির্ভূত শিশুদের বিদ্যালয়ে আনয়ন এবং তাদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকল শিশুর মানসন্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সরকারের গৃহীত বিভিন্নমূখী পদক্ষপে বাস্তবায়নের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের সাথে স্থানীয় কমিউনিটিকে আরো বেশি সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিগত বৎসরের ফলাফল থেকে আরোও ভাল করার চেষ্টা করা। বিদ্যালয়টিকে একটি এ গ্রেড এবং মডেল বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা হবে।
পয়শা সরকারি প্রাথমিক বিদ্যালয়
ইউনিয়নঃ বৌলতলী , উপজেলাঃ লৌহজং, জেলাঃ মুন্সিগঞ্জ
Email: makhterpaisha38@gmail.com
Contact: ০১৯২১৬৬৫৮৪০
বিদ্যালয়টি উপজেলা থেকে ৫ কি.মি. দূরত্বে অবস্থিত। উপজেলা থেকে অটোরিক্সা যোগে বিদ্যালয়ে যাতায়াত করা যায় ৷
পয়শা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লৌহজং, মুন্সিগঞ্জ
মেধাবী শিক্ষার্থীবৃন্দ-ট্যালেন্টপুল ও সাধারন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর তথ্যঃ
১। মো: আবদুল কাদের খাঁন (১৯৫৬)
২। মোঃ আনোয়ার খাঁন (১৯৭৭)
৩। মোঃ আজিজুল ইসলাম তালুকদার (১৯৮৯)
৪। মোঃ নুরুল ইসলাম রাজ (১৯৯৩)
৫। পপি আখতার (১৯৯৫)
৬। সুমাইয়া আখতার (২০০৩)
৭। শাহনাজ আখতার (২০০৪)
৮। সহিদা আখতার (২০০৬)
৯। মোঃ সবুজ আকন (২০০৮)
১০। সাবিহা সুলতানা (২০০১)
১১। মারুফা হোসেন (২০১৫)
১২। মিলি আক্তার (২০১৬)
১৩। মোঃ ইউসুফ (২০১৯)
১৪। মোঃ মেহেদী হাসান মোল্লা (২০১৯)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস