প্রতিষ্ঠানের ইতিহাসঃ
ঝাউটিয়া গ্রামের কিছু সংখ্যক শিÿানুরাগী ব্যক্তিবর্গ একটি বিদ্যালয় প্রতিষ্ঠার চিমত্মাভাবনা করেন। সেই মতে ১৯৩৫ সনে জনাব মোঃ ইউনুস বেপারীর সহযোগিতায় কলিমউদ্দিন শেখের বাড়ির পাশে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে জায়গা ক্রয় করিয়া কলিমউদ্দিন শেখ ১৯৩৭ সালে নতুনভাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ২০০৩ সালে লৌহজংয়ের নদী ভাঙ্গনের ফলে বিদ্য্রালয়টি সম্পূর্নভাবে
বিলীন হয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় জনগনের সহায়তায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগীতায় বর্তমান জায়গায় বিদ্যালয়টি পূর্ন নির্মান করা হয়। যাহার নামচরলÿীকামত্মপুর সরকারি প্রথিমিক বিদ্যালয়।
১২ নং চরলÿীকামত্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
লৌহজং, মুন্সীগঞ্জ
বর্তমান পরিচালনা কমিটি
ছক নং ০৮
ক্রমিক নং | সদস্যদের নাম | পদবী |
০১ | শেখ ফজজুল করিম | সভাপতি |
০২ | মো: শহিদুল ইসলাম | সহ: সভাপতি |
০৩ | মায়া বেগম | সদস্য সচিব |
০৪ | মো: মোখলেস সর্দার | সদস্য |
০৫ | মো: হাবিবুর রহমান | সদস্য |
০৬ | শামীমা আক্তার | শিÿক প্রতিনিধি |
০৭ | ফাতেমা আক্তার বেবী | সদস্য |
০৮ | আনোয়ারা বেগম | সদস্য |
০৯ | ঝর্না রানী দাস | সদস্য |
১০ | শ্রী সনজিত দাস | সদস্য |
চরলÿীকামত্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
লৌহজং, মুন্সীগঞ্জ
প্রাথমিক শিÿা সমাপনী পরীÿা
ছক নং ০৯
সন | অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার |
২০০৮ | ২৭ | ২৭ | ১০০% |
২০০৯ | ২০ | ২০ | ১০০% |
২০১০ | ২৫ | ২৫ | ১০০% |
২০১১ | ২৫ | ২৫ | ১০০% |
২০১২ | ৩০ | ৩০ | ১০০% |
১১। অর্জনঃ বৃত্তি পরীÿায় প্রাপ্ত ফলাফল ভাল।
বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের তালিকা
ক্রমিক নং | সাল | বৃত্তির ধরন | |
সাধারন | ট্যালেন্টপুল | ||
০১ | ২০০৫ | ১ | - |
০২ | ২০০৬ | ২ | ১ |
০৩ | ২০০৭ | ১ | - |
০৪ | ২০০৮ | ২ | - |
০৫ | ২০১২ | - | ৪ |
১২। ভবিষ্যত পরিকল্পনাঃ আমাদের ভবিষ্যত পরিকল্পনা বিদ্যালয়টিকে আর্দশ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
১৩। যোগাযোগঃ রিক্সা, অটোরিক্সা, বাস ইত্যাদি বিভিন্ন যানবাহনের মাধ্যমে বিদ্যালয়ে যোগাযোগ করা সম্ভব।
১৪। মেধাবী ছাত্র-ছাত্রী
01. সারা কিশওয়ারা সাদিয়া
০২. ছিনথিয়া আক্তার
০৩. মো: কাজল হোসেন
০৪. রফিকুল ইসলামু
০৫. সৌরভ দাস
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস