বর্তমানে বিদ্যালয়টি ৫ কক্ষ বিশিষ্ট্য একটি পাকা ভবন যা ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি লম্বা আকৃতি এবং দক্ষিন মুখি। বিদ্যালয়ের শহিদ মিনার ছাউনি টিউবয়েল, মটর আছে । অফিস ও শ্রেনিকক্ষে মোট ২০টি ফ্যান, ২০টি বাতি, ১টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর, সাউন্ড সিস্টেম, ২টি আলমারি ১৮ টি চেয়ার ৬টি টেবিল ১ টি সোকেস আছে। এ ছাড়া বঙ্গবন্ধু কর্নারসহ প্রয়োজনী কর্ণার আছে।
প্রথমে কারিতাস সংস্থার মাধ্যমে কয়েকটা বিদ্যালয় চালু করেন এই উপজেলা তার মাঝে পয়শা পশ্চিম পাড়া গ্রামে রাজ্জাক বেপারী নামে একব্যাক্তি বিদ্যালয়টি ১৯৯৭ ইং সালে প্রতিষ্ঠা করেন।
তখনকার সময় সংস্থার নিয়মানুসারে সময়ের সীমাবদ্ধতা ছিল। এক সময় এই সংস্থাটি বিদ্যালয়ের দায়িত্ব থেকে অব্যহতি নেয়।
গ্রামের জনগনের উদ্দ্যেগে এবং এই গ্রামের একজন শিল্পপতি, তার প্রচেষ্টায় ৩৫ শতাংশ জমি ক্রয় করেন,তা্র উপর বেসরকারী প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন সময়ে বিদ্যালয়ে টিনের চালা বিশিষ্ট ঘরে পাঠদান করা হতো। পরবর্তিতে জাতীয়করণের মাধ্যমে পয়শা পশ্চিম পাড়া আলহাজ্ব তোফাজ্জল হোসেন বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে প্রতিষ্ঠা লাভ করে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
![]() |
আসমা আখতার | 01687889010 | 786akhterasma@gmail.com |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
![]() |
মুক্তা আক্তার | 01913428800 | muktaakther223344@gmai.com |
![]() |
আখি রানী শীল | 01946862732 | akhirani1111@gmail.com |
![]() |
মনি আক্তার | 01943099037 | moniaktr49@gmail.com |
শ্রেণি |
প্রাক-প্রাথমিক |
প্রথম শ্রেণি |
দ্বিতীয় শ্রেণি |
তৃতীয় শ্রেণি |
চতুর্থ শ্রেণি |
পঞ্চম শ্রেণি |
শিক্ষার্থীর সংখ্যা |
১১ জন |
১২ জন
|
১২ জন
|
১২ জন
|
০৭ জন
|
০৯ জন
|
নাম |
পদবী |
ক্যাটাগরি |
ইকবাল হোসেন |
সভাপতি |
মাঃ বিঃ শিঃ প্রতিনিধি
|
মোঃআলহাজ্ব তোফাজ্জল হোসেন |
সহসভাপতি |
জমিদাতা |
রাজু আহমেদ |
শিক্ষানুরাগী পুরুষ সদস্য |
বিদোৎসাহী (পুরুষ) |
শাহানাজ বেগম |
শিক্ষানুরাগী মহিলা সদস্য |
বিদোৎসাহী (মহিলা) |
বাসের বয়াতী |
সদস্য |
অভিঃপুরুষ সদস্য |
বাদল বয়াতী |
সদস্য |
অভিঃপুরুষ সদস্য |
সানিয়া বেগম |
সদস্য |
অভিঃমহিলা সদস্য |
আছমা বেগম |
সদস্য |
অভিঃমহিলা সদস্য |
মোঃ দেলোয়ার হোসেন দেলু |
সদস্য |
ওয়ার্ড মেম্বার |
মুক্তা আখতার |
সদস্য |
শিঃপ্রঃঃসঃপ্রাঃবিঃ |
আসমা আখতার |
সচিব |
পদাধিকারবলে |
সন |
অংশগ্রহনকারীছাত্র-ছাত্রীরসংখ্যা |
পাশেরসংখ্যা |
পাশেরহার |
২০১৭ |
- |
- |
১০০% |
২০১৮ |
- |
- |
১০০% |
২০১৯ |
- |
- |
১০০% |
২০২০ |
- |
- |
১০০% |
২০২১ |
- |
- |
১০০% |
শ্রেণি
|
প্রাক-প্রাথমিক
|
প্রথম শ্রেণি
|
দ্বিতীয় শ্রেণি
|
তৃতীয় শ্রেণি
|
চতুর্থ শ্রেণি
|
পঞ্চম শ্রেণি
|
শিক্ষার্থীর সংখ্যা
|
১২
|
১২
|
১২
|
১২
|
০৭
|
০৯
|
প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে বর্তমান সরকার সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথশিক শিক্ষা নিশ্চিতকরণে নিবলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত হ্রাসকরণরে লক্ষ্যে প্রাক প্রাথমিকসহ নতুন শিক্ষক নিয়োগ প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে এবং শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নলকূপ স্থাপন। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শতভাগ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যের বই বিতরণ করা হয়েছে। তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকল্পে ল্যাপটপ ও প্রজেক্টর সরবরাহ করা হয়েছে। এছাড়া ঝরেপড়া রোধসহ প্রাথমিক শিক্ষা শিক্ষাচক্র সফলভাবে সমাপনের লক্ষ্যে শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় প্রাপ্যতায়োগ্য সকল শিক্ষার্থীর জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে বিদ্যালয়ে ‘স্কুল লেভেলে ইমপ্রুভমেন্ট প্ল্যান (SLIP) বাস্তবায়ন করা হচ্ছে।
সম্ভাব্য প্রধান র্অজনসমূহ:
Civil Registration & Vital Statistics (CRVS) এর সাথে সম্পৃক্ততা বজায় রেখে সকল শিক্ষার্থীর ছবিসহ আইডি কার্ড ও ডাটাবেইজে প্রণয়নে সার্বিক সহযোগিতা করা। ডিজিটাল শিক্ষার্থী হাজিরা ব্যবস্থা প্রণয়নরে জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঝরে পড়া ও স্কুল বহির্ভূত শিশুদের বিদ্যালয়ে আনয়ন এবং তাদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকল শিশুর মানসন্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সরকারের গৃহীত বিভিন্নমূখী পদক্ষপে বাস্তবায়নের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের সাথে স্থানীয় কমিউনিটিকে আরো বেশি সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে।
পয়শা পশ্চিম পাড়া আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
পয়শা পশ্চিম পাড়া , লৌহজং , মুন্সীগঞ্জ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস