ধারার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের ধারারহাট গ্রামে অবস্থিত। শিখন বান্ধব মনোরম ও প্রাকৃতিক পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে একতলা বিশিষ্ট দুটি বিল্ডিং/ভবন রয়েছে।
শিক্ষা মানুষের মৌলিক অধিকার। বাংলাদেশ সংবিধানে এই মৌলিক অধিকারের স্বীকৃতি আছে। স্বাধীনতা অর্জনের পর ১৯৭৩ সালে বঙ্গবন্ধু সরকার প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করে। ১৯৮১ সালে পৃথক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়।
১৯৪২সালে শিক্ষানুরাগী মফিজদ্দিনবেপারী সাহেবের উদ্যোগে ধারার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় । ১৯৪২ সাল থেকে এই বিদ্যালয় সাফল্যের সাথে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিতরণ করে আসছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
![]() |
মোঃ রেজাউল করিম মৃধা | 01722407386 | rezaulkarim3454@gmail.com |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
![]() |
প্রিয়াংকা আখতার | 01629895146 | priyankaict8@gmil.com |
![]() |
রেহেনা আখতার | 01715326837 | |
![]() |
আসমা আক্তার | 01780275690 | |
![]() |
শিফাত মেহজাবিন | 01315647911 | smehzabin2015@gmail.com |
![]() |
শাহনাজ আখতার | 01745647066 | akhtershahnaj465@gmail.com |
শ্রেণি
|
বালক
|
বালিকা
|
মোট
|
প্রাক-প্রাথমিক
|
০১
|
০২
|
০৩
|
১ম শ্রেণি
|
০৩
|
০৫
|
০৮
|
২য় শ্রেণি
|
০৪
|
০৪
|
০৮
|
৩য় শ্রেণি
|
০৫
|
০৫
|
১০
|
৪র্থ শ্রেণি
|
০৪
|
০৬
|
১০
|
৫ম শ্রেণি
|
০৫
|
০৭
|
১২
|
সর্বমোট
|
২২
|
২৯
|
৫১
|
ক্রমিক নং
|
নাম |
পদবী |
০১
|
ফজল করিম মৃধা |
সভাপতি |
০২
|
মোঃ আতাউর রহমান |
সহ-সভাপতি |
০৩
|
তিথি আক্তার
|
সদস্য |
০৪
|
নুর নাহার বেগম |
সদস্য |
০৫
|
আখি বেগম |
সদস্য |
০৬
|
মোঃ হারুন হাওলাদার |
সদস্য |
০৭
|
মোঃ রফিক |
সদস্য |
০৮
|
সঞ্জীব বিশ্বাস |
উঃ বিঃ প্রতিনিধি সদস্য |
০৯
|
শাহ আলম
|
ইউ,পি, সদস্য |
১০
|
শাহনাজ আখতার
|
প্রাঃবিঃপ্রতিনিধি সদস্য |
১১
|
সচিব |
সন |
অংশগ্রহনকারীছাত্র-ছাত্রীরসংখ্যা |
পাশেরসংখ্যা |
পাশেরহার |
২০১৭ |
১৩ জন |
১৩ জন |
১০০% |
২০১৮ |
০৯ জন |
০৯ জন |
১০০% |
২০১৯ |
১২ জন |
১২ জন |
১০০% |
২০২০ |
১৮ জন |
১৮ জন |
১০০% |
২০২১ |
২২ জন |
২২ জন |
১০০% |
শ্রেণি
|
প্রাক-প্রাথমিক
|
১ম শ্রেণি
|
২য় শ্রেণি
|
৩য় শ্রেণি
|
৪র্থ শ্রেণি
|
৫ম শ্রেণি
|
শিক্ষার্থীর সংখ্যা
|
০৩ জন
|
০৭ জন
|
০৮ জন
|
০৯ জন
|
১৫ জন
|
১৫ জন
|
প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে বর্তমান সরকার সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথশিক শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে এবং শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নলকূপ স্থাপন। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শতভাগ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যের বই বিতরণ করা হয়েছে। তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকল্পে ল্যাপটপ ও প্রজেক্টর সরবরাহ করা হয়েছে। এছাড়া ঝরে পড়া রোধসহ প্রাথমিক শিক্ষা শিক্ষাচক্র সফলভাবে সমাপনের লক্ষ্যে শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় প্রাপ্যতায়োগ্য সকল শিক্ষার্থীর জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হচ্ছে।
সম্ভাব্য প্রধান র্অজনসমূহ:
Civil Registration & Vital Statistics (CRVS) এর সাথে সম্পৃক্ততা বজায় রেখে সকল শিক্ষার্থীর ছবিসহ আইডি কার্ড ও ডাটাবেইজে প্রণয়নে সার্বিক সহযোগিতা করা। ডিজিটাল শিক্ষক ও শিক্ষার্থী হাজিরা ব্যবস্থা প্রণয়নরে জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঝরে পড়া ও স্কুল বহির্ভূত শিশুদের বিদ্যালয়ে আনয়ন এবং তাদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকল শিশুর মানসন্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সরকারের গৃহীত বিভিন্নমূখী পদক্ষপে বাস্তবায়নের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের সাথে স্থানীয় কমিউনিটিকে আরো বেশি সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিগত বৎসরের ফলাফল থেকে আরোও ভাল করার চেষ্টা করা। বিদ্যালয়টিকে একটি এ গ্রেড এবং মডেল বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা হবে।
ধারার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
ডাকঘরঃ বৌলতলী , ইউনিয়নঃ বৌলতলী , উপজেলাঃ লৌহজং, জেলাঃ মুন্সিগঞ্জ
মোঃ রেজাউল করিম মৃধা = 01722407386
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস