বিএডিসি'র " বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প "(৩য় পর্যায়) এর মাধ্যমে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের খলাপাড়া খাল পাড়ে ফলজ উদ্ভিদসহ ১০০০ (এক হাজার) টি গাছ লাগানো হবে। উক্ত কাজের শুভ উদ্বোধন করেন জনাব জনাব মোঃ আব্দুল আউয়াল, উপজেলা নির্বাহী অফিসার, লৌহজং, মুন্সীগঞ্জ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, লৌহজং সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং খিদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর মধ্যে রয়েছে
তালগাছ- ২০০ টি
নারিকেল গাছ- ২০ টি
মেহগনিগাছ- ৩০০ টি
দেশিনিম গাছ- ১০০ টি
আম গাছ- ৮০ টি
কাঠাল গাছ- ১০০ টি
আমলকি গাছ- ১০০ টি
জলপাই গাছ- ১০০ টি
--------‐-----------------------
সর্বমোট - ১০০০ টি
তালগাছ ও নারিকেল গাছ বাদে বাকি গাছগুলোর সাপোর্ট হিসেবে একটি করে খুটি দেওয়া হবে। বিএডিসি'র কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দুই মাস পর্যন্ত গাছগুলোর পরিচর্যা করা হবে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস