এ উপজেলার প্রধান খেলাধুলা হলো- হাডুডু, গোল্লাছুট, কানা-মাছি, দাড়িয়াবান্দা, ক্রিকেট, ফুটবল ওঅন্যান্য গ্রাম্য খেলা।লৌহজং এর কৃতিত্ববান সন্তান হচ্ছে গাজী আসরাফ হোসেন লিপু।তিনি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও টিম মেনেজার হিসেবে দ্বায়িত্ব পালন করেন। মেদীনিমন্ডল ইউনিয়নের যশলদিয়া গ্রামে তার জন্ম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস