১। পদ্মা রিসোর্টঃ ইহা লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বড় নওপাড়া মৌজায় (পুরাতন উপজেলা কমপ্লেক্সের বিপরিতে)পদ্মা শাখা নদীর তীরে অবস্থিত।এটি কাঠ ও গোলপাতার আধুনিক ডিজাইনে কাঠেরমাচা করে নির্মিত।
এখানে একদিকে নদী ও অপরদিকে চর এলাকার দৃম্য বড়ইক মনোরম।
তাই দেশের বিভিন্ন এলাকা থেকে চিত্ত বিনোদনের জন্য দর্শনাথীগণ ভীড় জমান।এখানে রাত্রিযাপন ও আপ্যায়নের সুব্যবস্থা আছে।
২।মাওয়া রিসোর্টঃ ইহা মাওয়া ঘাট সংলগ্ন একটি মনোরম বিনোদনমূলক ও দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে।পদ্মার পাড়ে অবস্থিত এ রিসোর্ট থেকে সধ্যায় সূর্য্যের অন্তগমন বড়ই আনন্দদায়ক।
তাই এটির আকর্ষনে মানুষ এখানে অবসর কাটাতে ও আনন্দ বিনোদনে এসে থাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস