মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামে স্থাপিত হলো বঙ্গীয় গ্রন্থ জাদুঘর। গ্রন্থাগার জাদুঘর স্থাপনের ঘটনা বাংলাদেশে এটাই প্রথম। ৪ মার্চ জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রায় ৩৫ হাজার বই নিয়ে বঙ্গীয় গ্রন্থ জাদুঘর যাত্রা শুরু করলো। বঙ্গীয় গ্রন্থাগার জাদুঘরে ঐতিহ্যবাহী ভূর্জপত্রে লেখা কোনও বই না থাকলেও তালপাতায় লেখা বইয়ের স্মৃতি চিহ্ন দেখতে পাবেন। তেমনি দেখতে পাবেন হাতে লেখা বই ও কাঠ খোদাই করা বই। গ্রন্থাগারটির সংগ্রহে রয়েছে মহাত্মা কালি প্রসন্ন সিং সম্পাদিত মহাভারত গ্রন্থ। ১৩৩২ বঙ্গাব্দে প্রকাশিত ইন্দ্রনাথ বন্দোপাধ্যায় প্রণীত পাঁচু ঠাকুর। কুষ্টিয়ার কুমার খালির কাঙ্গাল হরিনাথের এম এন প্রেস থেকে ১২৯৮ বঙ্গাব্দে প্রকাশিত পীঠমালা, প্রবোধ কুমার স্যান্যালের জনম জনম হম, জসিম উদ্দিনের মুর্শীদা গান, দীননাথ বন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো, কাঠ খোদাই বই অন্নদা মঙ্গল, ১৯১৮ সালে দীনেশ চন্দ্র সেন প্রণীত ফুল্লরা, বুদ্ধদেব বসু সম্পাদিত ম্যাগাজিন কবিতা, বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রাচীণ পুঁথির বিবরন, ১১৮৩ বঙ্গাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণ পরিচয় প্রথম ভাগসহ শিল্প সাহিত্য, আমাদের মুক্তিযুদ্ধ, প্রাচীন ইতিহাস, সংস্কৃতিসহ বিভিন্ন ধরণের গবেষণামূলক বই।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS