বাংলাদেশের অন্যতম বৃহত্তম ফেরিঘাট মাওয়া। এখানে একই সাথে তিনটি ফেরী চলাচল করে থাকে। রো রো ফেরি,ডাম্ব ফেরী এবং কে টাইপ এই তিন ধরনের ফেরী আছে। সর্বমোট ১৮ টি ফেরী এ রুটে চলাচল করে থাকে। বাংলাদেশের দক্ষিণ অংশের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম এ ফেরী ঘাট। মাওয়া কাওরাকান্দি ও মাওয়া শরিয়তপুর রুটে ২৪ ঘণ্টা ব্যাপি ফেরী চলাচল করে থাকে। বাংলাদেশের দক্ষিণ অংশের ২১ টি জেলার জনগণ এ ফেরিঘাট দিয়ে পার হয়ে থাকে।
এছাড়া স্পীডবোটের মাধ্যমে মাত্র ২০-২৫ মিনিটে পদ্মা নদী পার হওয়ার ব্যবস্থা রয়েছে। ভাড়া মাত্র ১৩০ টাকা জনপ্রতি। অন্যদিকে বি আই ডাবলু টি এ কর্তৃক ছোট ছোট লঞ্চ পরিচালনা করা হয়ে থাকে। ১০ মিনিট পর পর কাওরাকান্দি ও শরিয়তপুর এর উদ্দেশে এসব লঞ্চ ছেড়ে যায়। মাওয়া কাওরাকান্দি রুটে ভাড়া মাত্র ৬০ টাকা।
অন্যদিকে মাওয়া ফেরীঘাট পর্যটন সমৃদ্ধ একটি এলাকা। এখানে এলে উপভোগ করা যাবে পদ্মার অপার সৌন্দ্রয সৌন্দর্য ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS