বাংলার প্রাচীন রাজধানী বিক্রমপুরের সেই জৌলস এখন আর নেই। তবে ইতিহাস এখনো বিক্রমপুরের কথা মনে করিয়ে দেয়। বিক্রমপুরের প্রাচীন ঐতিহ্যের অন্যতম হল অতীস দীপঙ্করের বাড়ি। বিখ্যাত কবি সরোজি নাইড়ুড় বাড়ি লৌহজং উপজেলার ব্রামনগাও গ্রাম এখন পদ্মা পেটে। তবে ব্রাম্মনগাও গ্রামের নামে এখনো একটি উচ্চ বিদ্যালয় রয়েছে পদ্মাতীরের কনকসার গ্রামে। মানিক বন্দোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথার গাওদিয়া গ্রাম পদ্মার ভাঙ্গনের পর এখন অবশিষ্ট অংশ দেখতে পর্যটকরা ভীর জমান এ এলাকায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS